Wellcome to National Portal
কৃষি তথ্য সার্ভিস (এআইএস) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৭ জুলাই ২০১৭

নওগাঁয় ৭ দিনব্যাপি ফলদ বৃক্ষ মেলা/২০১৭ উদ্বোধন


প্রকাশন তারিখ : 2017-07-23

গত ২০ জুলাই/২০১৭ নওগাঁ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায়  ৭ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা/২০১৭ নওগাঁ নওজোয়ান মাঠে “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে ধারণ করে উদ্ভোধনী অনুণ্ঠান অনুষ্ঠিত হয়।
নওগাঁর জেলা প্রশাসক জনাব ড. মো: আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন ৫০ নওগাঁ-৫ (সদর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব মো: আব্দুল মালেক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মো: মোজাম্মেল হক বিপিএম, পিপিএম।
উদ্বোধনীর শুরুতে সূধীবৃন্দের শুভেচ্ছা জানিয়ে ফলদ বৃক্ষ মেলার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, নওগাঁ জেলার কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপপরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক। তিনি বলেন, কৃষক তথা সকল স্তরের জনগন এই ঐতিহ্যবাহী মেলার মাধ্যমে বৃক্ষের অবদান সম্পর্কে সঠিক ধারণা গ্রহণ করে থাকেন। বৃক্ষ মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থান নির্মানে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে অবদান রেখে চলেছে। তিনি মেলার ষ্টল প্রদানকারী নার্সারী মালিকদের সুলভ মুল্যে চারা বিক্রয়ের আহবান জানান। যাতে সকলেই বেশী করে বৃক্ষ রোপনে উৎসাহী হয়। তিনি মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য নার্সারী মালিকসহ জেলা পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতা কামনা করেন এবং প্রত্যেককে ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের কমপক্ষে ১ টি করে চারা রোপণের অনুরোধ জানান।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে খাদ্য। ক্রমহ্রাসমান জমি থেকে ক্রমবর্ধমান মানুষের খাদ্যের যোগান দেয় কৃষি। তাই মানুষের খাদ্য চাহিদা মিটানোর লক্ষ্যে বর্তমান কৃষি বান্ধব সরকার দেশের বিভিন্ন অঞ্চলে সময় উপযোগী ফলদ ও বনজ বৃক্ষমেলা অনুষ্ঠিত করছে। তিনি ফলদ ও বনজ বৃক্ষের অবদানের কথা উল্লেখ করে বলেন, ফল একটি স্বাস্থ্য রক্ষাকারি খাদ্য। যে কোন ফলে প্রচুর পরিমানে খনিজ লবণ, শর্করা ও যথেষ্ট পরিমানে ভিটামিন থাকে যা মানুষের দেহে শক্তি সরবরাহ ও দৈহিক গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখে। কাজেই প্রতিদিন কিছু না কিছু ফল খেতে হবে আর এজন্য বাড়িতে ফলের গাছ থাকা প্রয়োজন। তিনি বনজ বৃক্ষের অবদানের কথা উলে¬খ করে বলেন, বৃক্ষ শুধু আমাদের শর্করা, প্রোটিন, স্নেহ, ভিটামিন এবং খনিজ লবনের চাহিদাই পূরন করে না, আরো অনেক গুরুত্বপূর্ন কাজ করে থাকে। জীবন রক্ষাকারি অক্সিজেন, কাঠ, জ্বালানী, কাগজ তৈরীর কাঁচামাল, মাটি ক্ষয়রোধ, রাস্তার সৌন্দর্য বর্দ্ধনসহ প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ করে পরিবেশ রক্ষা করে। গাছ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে অবদান রেখে চলেছে। কাজেই সবাইকে ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপনে অগ্রণী ভূমিকা নিতে হবে। তিনি উপস্থিত সকল স্তরের মানুষকে মেলা পরিদর্শন ও মেলা থেকে প্রধানমন্ত্রী ঘোষিত ফলদ, বনজ ও ঔষুধি বৃক্ষের অন্তত ১টি করে চারা সংগ্রহ করে তা রোপণের আহ্বান জানান।

বিশেষ অতিথিগন বলেন, বৃক্ষ রোপনের বিকল্প নেই। জীবন রক্ষাকারী অক্সিজেন বৃক্ষ থেকে পেয়ে থাকি। বৃক্ষ ও মানুষের মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক। তাই আমাদের উচিৎ বেশী করে বৃক্ষ রোপন করা। তাই সকলকে বৃক্ষ রোপনের অনুরোধ জানান।

মেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,বন বিভাগ, বিএমডিএ এবং ব্যাক্তিমালিকানাধীন নার্সারীসহ মোট ৩২টি স্টল অংশ গ্রহন করে। উদ্বোধনী শেষে ৪৫০টি চারা বিভিন্ন প্রতিষ্ঠানকে বিনামুল্যে বিতরণ করা হয়। কৃষি তথ্য সার্ভিস, রাজশাহীর পক্ষ থেকে ২দিন কৃষি উন্নয়ন মূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।